thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

২০১৮ জুন ১৮ ১০:৩৬:৫৯
ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদের ছুটি শেষে সোমবার (১৮ জুন) থেকে খুলেছে সকল অফিস। এবার ঈদের ছুটি ছিল মোট ৩ দিন। এরমধ্যে দুদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ঈদের ছুটি বলতে শুধু রবিবার একদিনই পেয়েছেন কর্মজীবীরা।

ফলে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষ না করে অনেকটা তাড়াহুড়া করেই অনেককেই ফিরতে হচ্ছে কর্মস্থলে।

বরাবরই ঈদ-উল-ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১‌৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে রবিবার (১৭ জুন) অনুষ্ঠিত হতো তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সোমবার (১৮ জুন) বাড়তি আরও একদিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন।

শুক্রবার (১৫ জুন) ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপিত হয়। ফলে রবিবারই শেষ হয় ঈদের ছুটি। আর সোমবার থেকে যথারীতি অফিস-আদালত খুলছে।

এদিকে ঈদ শেষে সোমবার ভোর থেকেই ঢাকার রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পৌঁছাতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা। তারা বলছিলেন, এবার ভোগান্তি অন্যবারের চেয়ে কম।

তবে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা কম থাকলেও আগামী দুই-এক দিনের ভেতর এই সংখ্যা বাড়বে বলে মনে করছেন পরিবহন কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর