thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

২০১৮ জুন ১৯ ০৮:৩০:৩২
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ জুন) রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আরিফ উল্লাহ বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (প্রধান নেতা) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে একটি অটোবাইকে করে ক্যাম্প থেকে বালুখালী স্টেশনে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত আরিফ উল্লাহকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর গলা কেটে দেওয়া হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত আরিফ উল্লাহকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আরিফ উল্লাহ রোহিঙ্গা সংকটের শুরু থেকে বালুখালী-২ ক্যাম্পে হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর খুনের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর