thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘পরীক্ষার সময় হরতাল দেবেন না’

২০১৩ নভেম্বর ০৮ ১৬:০৩:২৪
‘পরীক্ষার সময় হরতাল দেবেন না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : 'প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী-২০১৩' পরীক্ষার সময় হরতাল না দিতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। মোহাম্মদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে সারা দেশে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা চলছে। ২১ নভেম্বর থেকে 'প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী-২০১৩' পরীক্ষা শুরু হবে। এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।বিরোধী দলের প্রতি আমার অনুরোধ পরীক্ষার সময় আর হরতাল দেবেন না।”

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা থেকে দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান ব্যতীত) একযোগে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় সাড়ে ৭ হাজার পদের বিপরীতে ৮ লাখ ৮৪ হাজার আবেদনকারী ছিল বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

(দিরিপোর্ট২৪/এসআর/এপি/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর