thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

আইসল্যান্ডকে ২-০ গোলে রুখে দিলো নাইজেরিয়া

২০১৮ জুন ২২ ২৩:৩৪:০০
আইসল্যান্ডকে ২-০ গোলে রুখে দিলো নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক, দ্য রিপোর্ট : আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া। আহমেদ মুসার জোড়া লক্ষ্যভেদে পেল দুর্দান্ত প্রথম জয়।

নাইজেরিয়ার জয়ে আশা উজ্জ্বল হলো আর্জেন্টিনার। আইসল্যান্ডের বিপক্ষে জেতায় ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাইজেরিয়া। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ১ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার। ওই ম্যাচে লাতিন আমেরিকার দেশটি যদি হারিয়ে দেয় আফ্রিকান দেশটিকে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড জিততে না পারে, তাহলে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে চলে যাবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ঠিক হবে ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে যাচ্ছে কোন দল।

নাইজেরিয়ার দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি আইসল্যান্ড। একের পর এক আক্রমণে ইউরোপের দলটির আক্রমণভাগকে ব্যস্ত রেখেছে তারা। সবচেয়ে বেশি ভয় ছড়িয়েছেন মুসা। এ বছরই লিস্টার সিটি থেকে ধারে সিএসকেএ মস্কোতে খেলতে আসা এই ফরোয়ার্ডের রাশিয়ার পরিবেশ সম্পর্কে খুব ভালো জানা। এই সুবিধা কাজে লাগিয়ে তিনিই ধ্বংস করেছেন আইসল্যান্ডকে।

জোড়া লক্ষ্যভেদ করা মুসা প্রথমবার জাল খুঁজে পান ৪৯ মিনিটে। ভিক্তর ময়েসেসের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে হাফভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। ৭৫ মিনিটে আবারও লক্ষ্যভেদ তার। এই গোলটি ছিল আরও চমৎকার। নিজেদের সীমানা থেকে এক সতীর্থের বাড়ানো লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্ষীপ্র গতিতে আইসল্যান্ডের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জায়গা তৈরি করেন, এরপর গোলরক্ষক ও আরও দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শট করে বল জড়িয়ে দেন জালে।

খেলায় ফেরায় অবশ্য সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। কিন্তু ৮৪ মিনিটে সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেন নি গেলফি সিগার্ডসন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পাওয়া পেনাল্টি শট তিনি উঁচিয়ে মারেন জালের ওপর দিয়ে। হতাশায় ছেয়ে যাওয়া আইসল্যান্ড আর ফিরতে পারেনি ম্যাচে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।
(দ্য রিপোর্ট/টিআইএম/২২ জুন,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর