thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

১৬ বছর হলেই ক্রেডিট কার্ড পাবে শিক্ষার্থীরা

২০১৮ জুন ২৪ ১৩:১০:২০
১৬ বছর হলেই ক্রেডিট কার্ড পাবে শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিষয়ে এ সংশোধনী এনেছে। এখন থেকে বয়স ১৬ হলেই শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। তবে এ ক্রেডিট কার্ড ব্যাংক দেবে তার অভিভাবককে, অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবেন তার সন্তানেরা। যাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১৬ বছরের বেশি হতে হবে।

এক প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিষয়ে এ তথ্য জানানো হয়।

আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত কার্ডটি ব্যবহার করতে পারত। এখন তা শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হলো। যাঁদের নির্দিষ্ট আয় আছে, ১৮ বছরের এমন যে কেউ এখন ক্রেডিট কার্ড নিতে পারেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ড চালু হলেও সাম্প্রতিক সময়ে নতুন বিধিবিধান প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর