thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কাভানির গোলে এগিয়ে উরুগুয়ে

২০১৮ জুলাই ০১ ০১:০৬:০৩
কাভানির গোলে এগিয়ে উরুগুয়ে

দ্য রিপোর্ট ডেস্ক: ফুটবলপ্রেমীর ইতিমধ্যে জেনে গেছেন যে, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা। যার অর্থ, শেষ আটে মেসি-রোনালদোর দেখা হওয়ার সম্ভাবনা নেই। এদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে প্রথমেই গোল হজম করে পিছিয়ে পড়েছে ইউরোপীয় দলটি।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় উরুগুয়ের হয়ে গোল করেন এডিনসন কাভানি। লুইস সুয়ারেসের ক্রস থেকে বল পেয়ে হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে জড়ান পিএসজি তারকা।

প্রথম দুই ম্যাচে নিজেদের মতো খেলতে না পারলেও শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়াকে উড়িয়ে দেয় উরুগুয়ে। সুইস সুয়ারেজ,এডিসন কাভানির মতো তারকা ফুটবলাররা ছন্দ ফিরে পেয়েছেন।

পরিসংখ্যান বলছে, মাঠের লড়াইয়ে উরুগুয়ের চেয়ে এগিয়ে পর্তুগাল। এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দলদুটি। আগের দুই লড়াইয়ে পর্তুগাল জিতেছে একটিতে,বাকিটি হয়েছে ড্র। তবে বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উরুগুয়ে।

পর্তুগাল একাদশ: রুই পাত্রিজিও, পেপে, রাফায়েল গেরেইরো, হোসে ফোন্তে, ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়াও মারিও, বার্নারদো সিলভা, উইলিয়াম কারভালহো, রিকার্দো পেরেইরা, গনসালো গেদেস, আদ্রেইন সিলভা।

উরুগুয়ে একাদশ: ফার্নান্দো মুসলেরা, হোসে মারিয়া গিমেনেস, দিয়েগো গোদিন, রদ্রিগো বেতানকুর, নাহিতান নানদেস, লুইস সুয়ারেজ, লুকাস তোরেইরা, মাতিয়াস ভেসিনো, দিয়েগো লাক্সাক, এডিনসন কাভানি, মার্তিন কাসেরেস।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ৩০,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর