thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ছবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

২০১৮ জুলাই ০১ ২০:২৫:০৩
ছবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

দ্য রিপোর্ট ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগেই তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

হামলায় ছাত্রলীগ কর্মীদের বেধড়ক মারধরে কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।কোটা সংস্কার

কোটা সংস্কারআন্দোলনকারীরা বলছেন, শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়।কোটা সংস্কার

কোটা সংস্কারবাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানচ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাবি ছাত্রলীগ ছাড়াও ঢাকা কলেজের ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় যোগ দেয়। প্রাণনাশের আতঙ্কে বর্তমানে আত্মগোপনে আছেন তারা।কোটা সংস্কার

কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা ১১টা থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করছে বলেও জানান তিনি।কোটা সংস্কারকোটা সংস্কার

রাশেদের অভিযোগ, এ হামলার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকিব হাসান সুইম। তিনিই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার নেতৃত্বেও ছিলেন বলে দাবি করেন তিনি।কোটা সংস্কারকোটা সংস্কার

তবেশিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রতিহত করার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা সম্মেলনস্থলে অবস্থান নিয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ।

কোটা সংস্কার

কোটা সংস্কারকেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকফুয়াদ হোসেন শাহাদাত দাবি করেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন কোটা পদ্ধতি থাকবে না, তারপরও একটি দল কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

কোটা সংস্কারকোটা সংস্কার

সূত্র: চ্যানেল আই অনলাইন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর