thereport24.com
ঢাকা, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮, ৭ আশ্বিন ১৪২৫,  ১১ মহররম ১৪৪০

সিলেটে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

২০১৮ জুলাই ০২ ১৯:৪৩:৪৩
সিলেটে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোমবার দ্বিতীয় দিন দুপুর ১২টা থেকে মেয়র পদে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় সিসিক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের, কাজী জসিম উদ্দিন ও মোক্তাদির হোসেন তাপাদারের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

সিসিকের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ৩০০ ভোটারের নাম ঠিকানা এবং ভোটার নম্বর মিল না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে সিলেটে সাধারণ কাউন্সিলর পদে ৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জনসহ মোট ১৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদর মধ্যে রবিবার ৭ কাউন্সিলর এবং ৩ সংরক্ষিত এবং আজ আরও ১ সাধারণ কাউন্সিলর এবং ২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

মো. আলীমুজ্জামান জানান, ঋনখেলাপি, আয়কর রিটার্ন ও তথ্য গোপনের কারণে এই ১৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

তফসিল অনুযায়ী ৩ জুলাই থেকে ৫ জুলাই এর মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপীল করতে পারবেন বলেও তিনি জানান।

তিন প্রার্থীর মনোনয়ন বাতিলের পর সিসিক নির্বাচনে মেয়র পদে টিকে রইলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন ও সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে