thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১০ জমাদিউস সানি ১৪৪০

ভ্যাপসা গরম থাকবে আরও ৭ দিন

২০১৮ জুলাই ০৭ ১২:০২:৪৩
ভ্যাপসা গরম থাকবে আরও ৭ দিন

দ্য রিপোর্ট ডেস্ক : দেশে আরও সাতদিন ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের বেলা তাপমাত্রা মেঘের বাধার কারণে ওপরে উঠতে পারছে না। আর তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয়বাষ্প খুব বেশি থাকছে। তাই অল্পতেই শরীর ঘেমে যায়। এ ঘাম না শুকানোর কারণেও গরম বেশি অনুভূত হচ্ছে, অস্বস্তি লাগছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী কয়েক দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আকাশে মেঘ থাকবে। এ কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। এ অবস্থা ৫ থেকে ৭ দিন চলতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির পর গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্দ্রতা ওঠানামা করবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর