thereport24.com
ঢাকা, রবিবার, ২১ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬,  ১৭ জিলকদ  ১৪৪০

বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্য মনে করছে সিঙ্গাপুর : তোফায়েল

২০১৮ জুলাই ১১ ১৪:৩০:৩৭
বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্য মনে করছে সিঙ্গাপুর : তোফায়েল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, চীন ও ইন্দোনেশিয়ার পর বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্য মনে করছে সিঙ্গাপুর। এজন্য তাদের মোট আড়াই হাজার একর জমি বরাদ্দ দেওয়া হবে। সেখানে তারা স্বতন্ত্র ইকোনমিক জোন প্রতিষ্ঠা করবে।

বুধবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় হোটেল সোনারগাঁওয়ের বল রুমে বাংলাদেশ সফররত সিঙ্গাপুর ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ভালো বন্ধু সিঙ্গাপুর। স্বাধীনতার পর সে দেশের পিতা লি কুয়ান ইউ'র সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সখ্যতা ছিলো। তখনই দুই দেশের সহযোগিতা শুরু হয়েছিলো। এখন দুই দেশের মধ্যে চার বিলিয়ন ডলারের ব্যবসা আছে।

তিনি বলেন, সিঙ্গাপুর এদেশে আইটি খাতে বিনিয়োগের বিশেষ আগ্রহ দেখিয়েছে। এছাড়া জ্বালানি, আবাসনখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সিঙ্গাপুর তাদের বিনিয়োগ জোনে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর