thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

গোপালগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

২০১৮ জুলাই ১২ ১৮:৫৫:৫১
গোপালগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ইব্রাহিম শেখ (৩৫)।

বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লিপি বেগম (২৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে ইব্রাহিম শেখের বসতভিটায় সিঁদ কেটে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা ইব্রাহিম শেখকে বাইরে বের করে মারধর করতে থাকে। এসময় গৃহবধূ লিপি বেগম বাইরে বের হয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত ইব্রাহিম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পরে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সারাফাত ফকির, বেলায়েত ফকির ও বাবুল মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর