thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৮

২০১৮ জুলাই ১৩ ১৬:১৪:৪৮
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৮

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানায়, ইরাকের সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে 'সমবেত বেসামরিক নাগরিকদের' ওপর বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

তবে এ বিমান হামলা ইরাকি বাহিনী না আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে ইরাকি যুদ্ধবিমান সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে থাকা কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সহায়তা দিচ্ছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'সানা'র এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে এ হামলা চালানো হয়। এ হামলার জন্য সিরিয়া সরকার মার্কিন নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর