thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মিয়ানমারে সংঘর্ষে ১৩ সেনাসদস্যসহ নিহত

২০১৮ জুলাই ১৪ ১৮:৪৩:৪৯
মিয়ানমারে সংঘর্ষে ১৩ সেনাসদস্যসহ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারের শান রাজ্যে চলতি সপ্তাহে বিদ্রোহীগোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট (আরসিএসএস) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। খবর দ্য ইরাবতি।

নিহত অপরজন হলেন বিদ্রোহী-গোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেটের (আরসিএসএস) একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শান রাজ্যের মং কুং এলাকায় গত চারদিনের লড়াইয়ে শত শত মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছেন। ড্রোন ও আর্টিলারি ঢালসহ মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেয়ার দাবি করেছে আরসিএসএস।

আরসিএসএসের মুখপাত্র লে. কর্নেল সাই ওও সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে হতাহতের ব্যাপারে তিনি বলেন, আমাদের স্থলবাহিনীর দেয়া তথ্যের সঙ্গে ‘তাই ফ্রিডমের’ তথ্যের তেমন কোনও পার্থক্য নেই। তবে সংঘর্ষে তার দলের এক সৈন্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাজ্যের বিভিন্ন অংশে ৯ জুলাই সংঘর্ষের সূত্রপাত হয়। যা চলে বৃহস্পতিবার পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর