thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নওয়াজ, মরিয়ম ও সফদারের আপিল

২০১৮ জুলাই ১৭ ০২:১৮:৫০
নওয়াজ, মরিয়ম ও সফদারের আপিল

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ ও তার স্বামী ক্যাপ্টেন (অব.) সফদারও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তারা তিনজনই বর্তমানে কারাগারে আছেন।

ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমাবার ইসলামবাদ হাইকোর্টে নওয়াজ, মরিয়ম ও সফদারের পক্ষে সাতটি পৃথক আপিল আবেদন করা হয়েছে। এর মধ্যে নওয়াজের পক্ষে তিনটি এবং মরিয়ম ও সফদারের পক্ষে দুটি করে মোট চারটি আবেদন করা হয়।

নওয়াজের পক্ষে আপিল আবেদন করেছেন আইনজীবী খাজা হারিস, আর মরিয়ম ও সফদারের পক্ষে আবেদন করেন আইনজীবী আমজাদ পারভেজ।

আপিল আবেদনে বলা হয়েছে, আদালত ‘ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় সব দিক’ খতিয়ে না দেখে অনুমানের ভিত্তিতে রায় দিয়েছেন। হাইকোর্ট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে সাজাপ্রাপ্ত তিনজনের জামিন পাওয়া উচিত।

এর আগে গত শুক্রবার রাতে লন্ডন থেকে পাকিস্তানে ফেরার পর বিমানবন্দরেই নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়।

তার আগে গত ৬ জুলাই দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে ১০ ও মরিয়ম নওয়াজকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ সময় মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট এই রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর