thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শহীদদের স্মরণে ৩০ লাখ চারা রোপণ

পরিবেশ রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী

২০১৮ জুলাই ১৮ ১২:১০:০২
পরিবেশ রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাড়ির আঙিনা, ছাদ, সড়ক, অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা আছে, সেখানেই গাছ লাগতে হবে। বনজ, ফলজ ও ভেষজ এই তিন ধরণের গাছ লাগান। তাহলে আমরা দেশে ও পরিবেশ রক্ষা করতে পারবো। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনও বিকল্প নেই।’

বুধবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন।

একই সঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক ২০১৮, জাতীয় পরিবেশ পদক ২০১৮ এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ প্রদান করেন।

এছাড়া, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সামাজিক বনবিভাগের উপকারভোগীদের লভাংশের চেক তুলে দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে একটি গাছ লাগান এবং সম্মেলন কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত বৃক্ষমেলা ঘুরে দেখেন।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আসিনুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বক্তব্য রাখেন।

এবছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ আর স্লোগান হচ্ছে ‘প্লাস্টিকের পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি’। আর জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সবুজে বাঁচি সবুজ বাঁচাই/নগর প্রাণ প্রকৃতি সাজাই’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সব মানুষকে এবারের বৃক্ষরোপণ অভিযানে শরিক হয়ে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

পরিবেশবান্ধব পাটের বহুমুখী ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্লাস্টিক এখন বিশ্বব্যাপী সমস্যা। প্লাস্টিকের কারণে এখন অনেক জায়গায় জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে পাট হচ্ছে পরিবেশবান্ধব। আমরা পাটকে তার সোনালী দিনে ফেরত আনতে নানা উদ্যোগ নিয়েছি। পাটের পলিমার থেকে নতুন ধরনের পচনশীল ব্যাগ তৈরি হচ্ছে। আমরা এর নাম দিয়েছি সোনালী ব্যাগ। পলিথিন ব্যবহার বন্ধ করে এটিকে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

প্রধানমন্ত্রী এ সময় সবাইকে ধীরে ধীরে পলিথিন ও প্লাস্টিক বর্জন করে পাটের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। পরিবেশ দূষণ যাতে না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বনভূমি রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি ও ব্যক্তি পর্যায়ের উদ্যোগে বনাঞ্চলের হার বেড়ে গেছে। সব মিলিয়ে আমরা এখন মোট ভুখণ্ডের ২২ ভাগ বনাঞ্চলে পৌঁছে গেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে মিঠাপানির মাছ উৎপাদন বেড়ে আমরা মাছে এখন প্রায় স্বয়ং সম্পূর্ণ। মাছ উৎপাদনে আমরা বিশ্বের চতুর্থ স্থানে রয়েছি।’

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘রয়েল বেঙ্গল টাইগারের প্রজনন স্থান সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনকে রক্ষার জন্য যা যা করণীয় তার সবই করা হচ্ছে। অনেক বনদুস্য আমাদের কাছে সারেন্ডার করছে। আমরা তাদের নগদ অর্থ দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।’

তিনি বলেন, ‘সুন্দরবনের ভেতরে জাতির পিতা খাশিয়ার খাল নামে একটি খাল খনন করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে জাতির পিতাকে হত্যার পর ওই খালে চিংড়ি চাষ হয়। এতে মিঠাপানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। তবে, আমরা বন্ধ খালগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকারের মধ্যে যদি সচেতনতা না থাকে, তাহলেই পরিবেশ নষ্টসহ নানা সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতি আমরা বঙ্গবন্ধুর হত্যার পরে দেখেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই পরিবেশসহ দেশের সব দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নেয়। এবারও সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সামাজিক বনায়নে উপকার ভোগীদের লভাংশ বাড়িতে ৫০ শতাংশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক বনায়নের ফলে মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন। দেশের পরিবেশও রক্ষা হচ্ছে। সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের আয় ৩৭১ কোটি ৮ লাখ ৮০ হাজার ২৫৬ টাকা। আর মহিলা উপকারভোগীর সংখ্যা এক লাখ ২১ হাজার ৫০৭ জন।’

দলীয়ভাবে কৃষকলীগের উদ্যোগে প্রতিবছর পহেলা আষাঢ় থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর