thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২০১৮ জুলাই ১৮ ১৫:২৩:৩১
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন। আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন গণমাধ্যমকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই পলাতক রয়েছেন।

আর খালাসপ্রাপ্তরা হলেন, আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের হাত-পা বিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। মূলত ৫ লাখ টাকার ব্যবসায়ীক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর