thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য

২০১৮ জুলাই ১৯ ১৭:০১:০২
ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য

দ্য রিপোর্ট ডেস্ক: পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন।

এমনটা বললেন তেহরানে ব্রিটিশ দূতাবাসের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের পরিচালক কিথ ওয়েলিংস। খবর প্রেসটিভি।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, ব্রিটিশ সরকার ও ইউরোপীয় মিত্ররা অবস্থান সুস্পষ্ট করেছে যে, তারা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ইরান ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা অব্যাহত রাখার বিষয়ে আমরা খুবই আগ্রহী।

কিথ ওয়েলিংস বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করা ব্রিটেনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা স্বীকার করি যে, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে এর গতি বদলে গেছে কিন্তু ইরানের সঙ্গে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চলছে। কিছুই পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণে অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করার প্রতি সমর্থন দিয়ে যাবে ব্রিটেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর