thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রুনা লায়লাসহ সংস্কৃতি জগতের চার ব্যক্তিত্বকে পদক প্রদান

২০১৮ জুলাই ২০ ২২:৩৬:১১
রুনা লায়লাসহ সংস্কৃতি জগতের চার ব্যক্তিত্বকে পদক প্রদান

দ্য রিপোর্ট ডেস্ক : অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় চার বরেণ্য ব্যক্তিকে পদক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ। পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ হচ্ছেন- সঙ্গীতে রুনা লায়লা, অভিনয়ে সুচন্দা, নৃত্য পরিচালনায় জিনাত বরকত উল্লাহ ও গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার। খবর বাসসের।

সাঁকো টেলিফিল্ম এর উদ্যোগে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ এই উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সংগে তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৮।
আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমউিনিকেশন স্যাটেলাইট কোম্পানীর চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও সংগঠনের পরিচালক নাজমুল খান।
মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। নতুন প্রজন্মকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি সাঁকো টেলিফিল্ম কর্তৃক সাংস্কৃতিক অঙ্গনের বিশ্ব বরেণ্য সফল মানুষদের সম্মাননা প্রদান করায় সাধুবাদ জানান ও বরেণ্য চার গুণী ব্যক্তির হাতে পদক তুলে দেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর