thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

গুহার উদ্ধারকারী নায়কদের শিল্পীদের শ্রদ্ধা

২০১৮ জুলাই ২১ ১৬:৪৭:০৮
গুহার উদ্ধারকারী নায়কদের শিল্পীদের শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে চিয়াং রাইতে বিশাল দেয়ালশিল্পে থাই গুহায় আটকে পড়াদের উদ্ধারকারী নায়কদের শ্রদ্ধা জানিয়েছে শিল্পীরা। থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচকে উদ্ধার করতে একযোগে কাজ করে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারীরা।

স্থানীয় কিছু শিল্পী নিজেদের মতো করে ফুটিয়ে তুলেছেন থাই গুহার নায়কদের। ছবিতে দেখুন সেই সব শিল্পকর্ম।
থাই গুহার উদ্ধারকারী নায়কদের তালিকায় রয়েছে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো সাবেক থাই নেভি সিল কর্মকর্তা সামান গুনান। তার ছবিও জ্বলজ্বলে হয়ে রয়েছে নায়কদের তালিকায়।

থাইল্যান্ডের আর্ট ব্রিজে আঁকা এই চিত্রকর্মে সফল উদ্ধার অভিযানকেই স্মরণ করা হয়েছে।

একইভাবে সেখানে সামান গুনানের একটি মূর্তিও তৈরি করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সামান।

গত ২৩ জুন থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় কিশোররা। ২ জুলাই গুহার মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে তাদের খোঁজ মেলে। ১০ জুলাই তাদের উদ্ধার শুরু হয়। শিল্পকর্মে এই উদ্ধার অভিযানে কিশোরদের উদ্ধার করে আনতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদেরও সম্মান জানানো হয়েছে।

তাদেরই একজন ব্রিটিশ ডাইভার রিক স্ট্যানন। তিনিই প্রথম কিশোরদের খোঁজ পান।

প্রথম খোঁজ পাওয়ার সেময়ে রিক স্ট্যাননের সঙ্গে ছিলেন আরেক ব্রিটিশ ডাইভার জন ভলানথেন।

শিল্পকর্মে রয়েছে আরেক ব্রিটিশ ডাইভার ভেন আনসওর্থের মুখও।

আঁকা হয়েছে রবার্ট চার্লস হারপারের ছবিও

রয়েছে এই উদ্ধার অভিযানের প্রধান চিয়াং রাইয়ের গভর্নরনারংসাক ওসোতানাকর্ন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর