thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬,  ১৩ আগস্ট ১৪৪০

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

২০১৮ জুলাই ২২ ২০:৫৭:২৫
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদেক : বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। রোববার বাংলাদেশ ব্যাংক তাকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে।

সাধারণত মুখপাত্রের দায়িত্ব হচ্ছে ব্যাংক ও আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলা। এর আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন নির্বাহী পরিচালক দেবাশিষ চক্রবর্তী। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পান দেবাশীষ চক্রবর্তী। সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। গত বছরের মার্চে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্তান, ভারত ও বেলজিয়াম সফর করেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২২,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর