thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

৯ বছর পর ক্যারিবীয়দের হারালো বাংলাদেশ

২০১৮ জুলাই ২৩ ০৮:২০:১১
৯ বছর পর ক্যারিবীয়দের হারালো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : টেস্ট সিরিজে ভরাডুবির পর অবশেষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। তাদের দেয়া ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩১/৯ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল লাল-সবুজ জার্সিধারীরা।

শুধু টেস্ট নয়, ক্যারিবীয় দ্বীপেও জয়ের খরা কাটালো বাংলাদেশ। টাইগাররা সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করে ২০১৪ সালে। ওই সফরে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরে ২-০তে টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। আর ওয়ানডে সিরিজ ৩-০তে বগলদাবা করে টাইগাররা। শুধু ১টি টি-টোয়েন্টি হারে। সে অনুযায়ী, ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ।

আরো দুটি কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর স্মরণীয় হয়ে আছে। প্রথম টেস্টে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তখনকার নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ফলে সফর থেকে ছিটকে যান তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব পান সাকিব আল হাসান। সেটিই ছিল তার প্রথম অধিনায়কত্ব। এরপর যা হয়েছে তা তো ইতিহাস।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর