thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৪, আহত ৬০

২০১৮ জুলাই ২৩ ০৯:৪১:২৫
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৪, আহত ৬০

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তুাম স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর বোমা হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬০ জন।

পুলিশ জানিয়েছে, দোস্তাম কাবুল বিমানবন্দরে নামার কিছুক্ষণ পর ওই হামলা চালানো হয়। তবে আব্দুল রশিদ দোস্তাম অক্ষত আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর- বিবিসির।

এদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

কাবুল পুলিশের কর্মকর্তা হাসমত এসতানকজাই বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই নিরাপত্তা বাহিনীর সদস্য ও ট্র্যাফিক কর্মকর্তা। তিনি বলেন, এই হামলায় আরও ৬০ জন আহত হয়েছেন।

এর আগে এসতানকজাই বলেছিলেন, বিমানবন্দরের গেটের বাইরে একজন আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে ওই বোমার বিস্ফোরণ ঘটায়।

কিছু খবরে বলা হয়েছে, জেনারেল দোস্তামের বহর বিমানবন্দর ছাড়ার সময় এই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তিনি একটি সাঁজোয়া যানের ভেতর ছিলেন।

উজবেক জাতিগোষ্ঠীর সাবেক এই ওয়ারলর্ড যখন বিমানবন্দরে পৌঁছান তখন তার সমর্থকরা হর্ষধ্বনি দিতে থাকে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ওই হামলার পর নিজের অফিসে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন জেনারেল দোস্তাম।

এক বছরের বেশি সময় ধরে তুরস্কে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন দোস্তাম। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের লক্ষ্যে অপহরণ ও ধর্ষণ করতে তার লোকদের নির্দেশ দিয়েছিলেন। যদিও দোস্তাম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর