thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বরগুনায় বাস-থ্রিহুইলার সংঘর্ষ, নিহত ৭

২০১৮ জুলাই ২৬ ১২:২৪:৩৩
বরগুনায় বাস-থ্রিহুইলার সংঘর্ষ, নিহত ৭

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের (মাহেন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- থ্রিহুইলারের চালক হানিফ হাওলাদার, চান মিয়া (৪৮), শানু হাওলাদার (৪০), জসিম মৃধা (৪০), তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালমা আক্তার। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুইজনকে।

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহেন্দ্রর সাতজন যাত্রী নিহত হন এবং আরো ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর