thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সিলেটে শতভাগ আশাবাদী কামরান, স্বচ্ছতা শঙ্কায় আরিফুল

২০১৮ জুলাই ৩০ ০৯:৪৫:২৩
সিলেটে শতভাগ আশাবাদী কামরান, স্বচ্ছতা শঙ্কায় আরিফুল

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। সিলেটের মানুষ নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।

সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নগরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে কামরান বলেন, সরকারের উন্নয়নের সুফল আজ ঘরে ঘরে পৌঁছেছে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে।

বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান কামরান।

বিএনপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি প্রার্থী ব্যালট পেপারে গত রাতে সীল মারার যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। ভোট শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আর তিনি অভিযোগ করছেন রাতে!

এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোট দিলে জনরায় মেনে নেব। তবে জনগণের ভোট অন্য কেউ দিলে সেটি মেনে নেওয়া যায় না। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ‘শঙ্কা’ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ শঙ্কার কথা জানান।

আরিফুল হক বলেন, গত রাতে একটি কেন্দ্রের আলো নিভিয়ে ফেলা হয়। জনগণ সেখানে গেলে বন্দুক দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়া হয়। আমার আশঙ্কা প্রিসাইডিং অফিসার ব্যালটে সিল মেরে আলমারিতে রেখে দিয়েছেন; যে কোনো সময় ব্যালট বাক্সে ভরে দেবেন।

এ ছাড়া নির্বাচনে বিজয়ের ব্যাপারে কী বলব, সেটি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগেই মার্ক দিয়ে দিয়েছেন তার ফেসবুক পাতায়। তিনি নির্বাচনের আগের দিন রবিবার (২৯ জুলাই) ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়ে পোস্ট দিয়েছেন।

সিসিক নির্বাচনে এবার কাগজে-কলমে ৭ মেয়রপ্রার্থী অংশগ্রহণ করছেন। তারা হলেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), সিপিবি-বাসদের মো. আবু জাফর (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোয়াজ্জেম হোসেন খান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী এহছানুল হক তাহের (হরিণ) ও বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম। এদের মাঝে সেলিম দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার রয়েছেন। নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৯২৬টি; তার মধ্যে অস্থায়ী ভোটকক্ষ ৩৪টি।

এবারের নির্বাচনে সিলেটে প্রতিদ্বন্দিতায় রয়েছেন ১৯৪ জন প্রার্থী। এসব প্রার্থীদের মধ্যে কাউন্সিলর ১২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন।

সিসিক নির্বাচনের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার শাহা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর