thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বরিশালে জয়ের আশাবাদ সাদিকের, হুমকির অভিযোগ সরওয়ারের

২০১৮ জুলাই ৩০ ১০:২০:৪৮
বরিশালে জয়ের আশাবাদ সাদিকের, হুমকির অভিযোগ সরওয়ারের

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। দিনভর এভাবেই ভোট হবে। আমি আমার জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত।

সোমবার (৩০ জুলাই) সকাল সোয়া আটটার দিকে তিনি বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় তিনি জনগণের দেয়া রায় সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেছেন, পরিস্থিতি থমথমে। বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নগরের ১ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়ক সংলগ্ন সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মজিবর রহমান সরওয়ার আরও বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের কর্মীরা নৌকায় সিল মারছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার পরও যদি শতকরা ২০ ভাগ শান্তিপূর্ণ নির্বাচনও হয়, তাহলে ধানের শীষ জিতবে।

বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি।

এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন। তারা হলেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ডা. মনীষা চক্রবর্তী (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান মাহাবুব (হাতপাখা)।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর