thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কক্সবাজার সৈকতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

২০১৮ আগস্ট ০২ ১০:০২:৩৫
কক্সবাজার সৈকতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির এক ছাত্র নিখোঁজ হয়েছেন।

বুধবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী গণমাধ্যমকে এ তথ্য জানান।

নিখোঁজ মো. রাফসান ফয়সাল (২১) ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিখোঁজের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে ফজলে রাব্বী বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে মো. রাফসান ফয়সাল, মো. সামিউল হাসান সায়েদ ও তাবেয়া তাবাচ্ছুম তিন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে রওনা দেন। বুধবার সকালে কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার আবাসিক হোটেল জিনিয়াতে অবস্থান করেন।

বিকেলে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর সমুদ্র সৈকতে যান। সেখানে তিন বন্ধু বিচ বাইকে চড়ে ২/৩ ঘণ্টা সময় কাটান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সামিউল সায়েদকে তীরে রেখে অপর দুই বন্ধু সাগরে গোসলে নামেন। এতে রাফসান ফয়সাল নিখোঁজ হয়। তারা গোসলের সময় সাগরে ভাটা চলছিল। ভাটার সময় স্রোতের টানে ভেসে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর নিখোঁজের উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সৈকতে দায়িত্ব পালনকারী উদ্ধার কর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

মো. সামিউল সায়েদ বলেন, রাতে বিচ বাইকে চড়ার এক পর্যায়ে রাফসান ও তাবেয়া তাবাচ্ছুম সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তলিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে নেমে পড়েন।

তিনি বলেন, এক পর্যায়ে তাবেয়া তাবাচ্ছুমকে টেনে উদ্ধার করা সম্ভব হলেও ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় রাফসান। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর