thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আলমগীরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

২০১৪ মার্চ ০৪ ১৮:২৯:০২
আলমগীরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মামলাটি দায়ের করবেন। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে।

অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।

অভিযোগ রয়েছে, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। এই প্লট বরাদ্দের মাধ্যমে তিনি সরকারের প্রায় ৩৯ কোটি তিন লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/আরকে/মার্চ ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর