thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরের যত্ন

২০১৮ আগস্ট ০৫ ১০:২৩:০৭
স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরের যত্ন

দ্য রিপোর্ট ডেস্ক : বৃষ্টিতে আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে যায়। এতে বাইরের মতো বাড়ির ভিতরটাও ক্ষতিগ্রস্ত হয়৷ তাই একটু বিশেষ যত্নআত্তি প্রয়োজন৷ বাইরের কাজ অবশ্য বর্ষায় না করাই ভালো৷ শীতের রোদ ঝলমলে দিনগুলো বা খটখটে শুকনো গরমকালে বাইরের দেওয়াল সারানো বা রং লাগানোর মতো কাজগুলো সেরে ফেলতে হয়, বর্ষায় নতুন করে কিছুই করা যাবে না৷ তবে ভিতরে যা যা আছে, তার যত্ন করতে পারেন স্বাচ্ছন্দে৷

আপনার ঘরগুলোতে যথেষ্ট পরিমাণে হাওয়া চলাচল করে তো? গুমোট আর্দ্রতা যত বাড়বে, তত ড্যাম্প লাগবে ঘরের ভিতর৷ হাওয়া-বাতাস চলাচল করলে ঘর জীবাণুমুক্ত থাকবে, তা না হলেই কিন্তু শিশু, বয়স্ক ও হাঁপানি রোগীদের খুব অসুবিধে হবে৷ যদি এই ধরনের সমস্যায় ভোগা রোগী থাকেন আপনার ঘরে, তা হলে কখনওই ভেজা কাপড় শুকনো করতে দেবেন না ঘরের ভিতর৷ তাতে ড্যাম্প আরও বাড়বে৷ তার চেয়ে কাপড় শুকনো করার জন্য ড্রায়ার ব্যবহার করুন৷

কাঠের মেঝে যতটা সম্ভব শুকনো রাখুন৷ পানি পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন৷ কাঠের মেঝে পানি শুষে ফেঁপে ওঠে৷ তাই তা এই ঋতুতে শুকনো রাখতেই হবে৷ ঘরের মেঝেতে বা দেওয়ালে কার্পেট আছে? নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করুন, না হলে ধুলো আর আর্দ্রতায় তার বেহাল অবস্থা হবে, গন্ধ বেরোবে৷ শতরঞ্চি, দারি ইত্যাদি গুটিয়ে রোল করে পলিথিন শিটে মুড়ে রাখুন৷ বদলে মাদুর পেতে রাখুন৷

আপনার কাঠের আসবাবগুলি আর্দ্রতার কারণেই একটু ফেঁপে উঠতে পারে, দরজা ঠিক করে বন্ধ করাও মুশকিল হয়ে পড়বে সে ক্ষেত্রে৷ বর্ষা আসার আগেই কাঠের আসবাবে একবার পালিশ করিয়ে নিলে কিন্তু এই অসুবিধে হয় না! কাঠের আলমারি বা জুতোর তাকের কোণের দিকে এক দলা করে কর্পূর বা ন্যাপথালিন রেখে দিন, তা হলে জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ হবে না৷ সিলভার ফিশ তাড়াতে সবচেয়ে ভালো কাজে দেয় শুকনো নিমপাতা, তাই বইয়ের আলমারিতে অবশ্যই শুকনো নিমপাতা রাখুন, লবঙ্গও রাখতে পারেন৷

লাগাতার ভ্যাপসা আবহাওয়া চলতে থাকলে এয়ার কন্ডিশনার আর ডি-হিউমিডিফায়ারের সাহায্য নিন, তাতে ঘরের আর্দ্রতার মাত্রা কমবে৷

বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং অবশ্যই একবার পরীক্ষা করিয়ে নিন৷ কোথাও কোনও লুজ় কানেকশন বা কাটা-ছেঁড়া থাকলে সেটা সারানোর ব্যবস্থা করুন৷

জানলা খোলা রাখতেই হবে, না হলে ঘরের মধ্যেটা ভ্যাপসা হয়ে যাবে৷ মশা-মাছির উপদ্রব থাকলে বাড়ির আশপাশে পানি বা ময়লা জমতে দেবেন না৷ জানলায় পতঙ্গরোধী জাল লাগিয়ে নিলেও বুদ্ধিমানের কাজ হবে৷ বৃষ্টির সময় জানলা বন্ধ থাকলেও চুঁইয়ে চুঁইয়ে পানি ঢুকছে? তার মানে আপনার জানলার ফ্রেমেই কোথাও ফাঁক রয়েছে৷ এই সমস্যাটা সারিয়ে নিলেই টের পাবেন যে আপনার এসির বিলও ক্রমশ কমছে৷

প্রতিদিন ছাদ পরিষ্কার করুন, রেনওয়াটার পাইপ যেন প্লাস্টিক আটকে বন্ধ না হয়ে যায়, সেটাও দেখতে হবে৷ ছাতে পানি জমে গেলেই তা কংক্রিটের মধ্যে থেকে চুঁইয়ে চুঁইয়ে নামবে দেওয়ালের দিকে, আরম্ভ হবে ঘরে পানি পড়া৷

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর