thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

 দাবি মেনে নিতে কোটা আন্দোলনকারীদের নতুন আল্টিমেটাম

২০১৮ আগস্ট ১২ ১৫:৫১:০৮
 দাবি মেনে নিতে কোটা আন্দোলনকারীদের নতুন আল্টিমেটাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারকে নতুন আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ৩১ আগস্টের মধ্যে পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে যদি কোটা সংস্কারের দাবি মেনে নেয়া না হয়, তাহলে দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক বিন ইয়ামিন মোল্লা।

রোববার দুপুর সাড়ে ১২ টায় জাতীয় জাদুঘরের সামনে ১০-১৫ মিনিটের এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ইয়ামিন বলেন: ছাত্রদের আন্দোলনে অংশ নেয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এসব শিক্ষার্থীর দ্রুত মুক্তি দাবি করছি।

একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারও দাবি করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই যুগ্ম আহবায়ক।


(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১২,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর