thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নারায়ণগঞ্জে বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ, ২ স্কুলছাত্রের মৃত্যু

২০১৮ আগস্ট ১২ ২০:৫৫:৪০
নারায়ণগঞ্জে বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ, ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে এক বন্ধু পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এতে দুজনই নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ইয়াসিন (৭) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে ও স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপর নিহত বিন ইয়ামিন (৭) বিন ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে ও মুনলাইট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে প্রথমে গোসল করতে নামে স্কুলছাত্র ইয়াসিন। এ সময় সে প্রচণ্ড স্রোতে তলিয়ে যায়। ইয়াসিনকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে তারই বন্ধু বিন ইয়ামিন। সেও পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ওই দুই স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় নদী থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ জানান, মেঘনা নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর