thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬,  ১৫ শাওয়াল ১৪৪০

বরিশালে ট্রাফিক সপ্তাহে আড়াই হাজার মামলা

২০১৮ আগস্ট ১২ ২০:৫৯:৪০
বরিশালে ট্রাফিক সপ্তাহে আড়াই হাজার মামলা

বরিশাল প্রতিনিধি: ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সাত দিনে বরিশাল মেট্রোপলিটনসহ জেলায় আড়াই হাজার মামলা হয়েছে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে। পাশাপাশি ১১ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বরিশাল জেলায় ১ হাজার ২৮২টি মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়া ১৪৭টি বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিভিন্ন যানবাহন ও চালককে ৯ লাখ ১১ হাজার ১০০ টাকা জরিমানা করেছে পুলিশ। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক সপ্তাহে ১ হাজার ১৪৬টি মামলা হয়েছে।

মেট্রোপলিটন এলাকায় সাত দিনের অভিযানে ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান জানান, মামলার পাশাপাশি ৮টি যানবাহন আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর