thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ইতালিতে সেতু ধসে নিহত ২২

২০১৮ আগস্ট ১৪ ২০:৫৩:৫০
ইতালিতে সেতু ধসে নিহত ২২

দ্য রিপোর্ট ডেস্ক: ইতালিতে গাড়ি চলাচলের একটি সেতু ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর জেনোয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ধসে পড়া সেতুটির উচ্চতা ৯০ মিটারের ওপরে। আচমকা পড়ে যাওয়ার সময় ওই সেতুর ওপর বেশ কয়েকটি গাড়ি অবস্থান করছিল। ইতালির পরিবহনমন্ত্রী ড্যানিলো টনিনেল্লি বলেছেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

বিবিসি বলছে, দুর্ঘটনায় আরও বেশ কয়েজন নিহত ও আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কর্মীরা তৎপরতা শুরু করেছেন।

সেতুটির পাশের একটি ভবন থেকে করা ভিডিওতে দেখা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের মধ্যে ধসে পড়ছে এটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, একটি রেল লাইনের ওপর ধসে পড়েছে সেতুটি। গাড়ি ও ট্রাকও সেতুর সঙ্গে সঙ্গে ওপর থেকে সেখানে পড়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে সেতুর মাঝামাঝি জায়গায় মাটিতে ধ্বংসস্তুপ দেখা গেছে। সেতুর একটি অংশে একটি ট্রাকও ঝুলে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর