thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ব্রাজিল প্রবাসী গ্রেপ্তার

২০১৮ আগস্ট ১৫ ১৭:৩০:২৪
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ব্রাজিল প্রবাসী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় ও কটূক্তি করে ভিডিও প্রচারের অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে এক ব্রাজিল প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার শেখ হেলাল আহমদ বাদশা ওরফে খালেদ আহমদ বাদশা (৫১) উপজেলার খশিরবন্দ (হাতিটিলা) গ্রামের মৃত হাবিব আলীর ছেলে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, প্রবাসী বাদশা মোবাইল ফোনে ভিডিও চিত্রে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশুভনীয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানী প্রদান, বাংলাদেশ পুলিশ বাহিনীকেও গালিগালাজ করা হয়।

এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ১৪ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে সে উক্ত ভিডিওটি নিজে রেকর্ড করেছে এবং ২০১৫ সালে প্রবাসে (ব্রাজিল) থেকে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয় বলে পুলিশের নিকট স্বীকার করেছে।

তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৫,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

সিলেট এর সর্বশেষ খবর

সিলেট - এর সব খবর