thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬,  ১৩ জিলকদ  ১৪৪০

হবিগঞ্জ বাসচাপায় অটোযাত্রী নিহত

২০১৮ আগস্ট ১৬ ১০:৪৬:৩৩
হবিগঞ্জ বাসচাপায় অটোযাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় নাসির উদ্দিন (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নাসির উদ্দিন উপজেলার চন্দনিয়া গ্রামের নছর আলীর ছেলে।

আহতদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান নাসির উদ্দিন। এ সময় আহত হন অটোরিকশার যাত্রী বাহুবল উপজেলার চালিচারা গ্রামের আছাদ উল্লার ছেলে নূর উল্লাহ (৪৩), একই উপজেলার হরিতলা গ্রামের এরাজত উল্লার ছেলে শফিক মিয়া (৪৮), আব্দুল্লাহ মিয়া (৪০) এবং আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া (৩৮)।

তিনি আরও জানান, এদের মধ্যে সেলিমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর