thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬,  ১৩ জিলকদ  ১৪৪০

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর-দোকান পুড়ে ছাই

২০১৮ আগস্ট ১৬ ১০:৫৭:৫৫
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর-দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ইপিজেড রেলগেট এবং কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে শতাধিক ঘর, দোকান পাট এবং গুদাম পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোরে নগরীর ইপিজেড থানার রেলগেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনি নামের বেশ কয়েকটি কলোনি পুড়ে যায়। এসব কলোনির প্রায় শতাধিক ঘর, ১৫টি দোকান ও ৪টি গুদাম ভষ্মীভূত হয়।

অপরদিকে নগরীর কোতয়ালির সিনেমা প্যালেস এলাকায় একটি টায়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুরো দোকানটি পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সম্পদ রক্ষা করতে সক্ষম হয় বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন জানান।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর