thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

কফি আনানের জীবনাবসান

২০১৮ আগস্ট ১৮ ১৮:২৬:৫৫
কফি আনানের জীবনাবসান

দ্য রিপোর্ট ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেলজয়ী কফি আনান আর নেই। মৃত্যুকালে কফি আনানের বয়স হয়েছিল ৮০ বছর।

কফি আনানের দুই ঘনিষ্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার প্রথম প্রহরে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

কফি আনানের মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা এক টুইটারে লিখেছে, আজ এক মহান নেতা ও স্বপ্নদর্শী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।

বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনানই প্রথম কোনো আফ্রিকান, যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংস্থাটিতে দায়িত্বপালন করেন।

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

এছাড়া ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারসের প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর