thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এবার আসছে উড়ন্ত ট্রেন

২০১৮ আগস্ট ১৯ ১১:৪৪:৫৫
এবার আসছে উড়ন্ত ট্রেন

দ্য রিপোর্ট ডেস্ক : নানারকম ট্রেনের কথা শুনলেও উড়ন্ত ট্রেনের কথা শোনা যায়নি। এবার এ কাল্পনিক সব প্রযুক্তির বাস্তব রূপ দিতে যাচ্ছেন প্রযুক্তিবিদরা।

ফ্রান্সের প্রযুক্তি কোম্পানি আক্কা টেকনোলজি বলছে, তারা এমন এক ধরনের ট্রেন তৈরি করছেন যা প্রয়োজনীয় মুহূর্তে উড়াল দিতে পারবে! আক্কা বলছে, বিমান রানওয়েতে অবতরণের পর সেখানে যাত্রীদের জন্য একটি ট্রেনের বগি চলে আসবে। ট্রেনের ওই বগিতে থাকবে যাত্রীদের বসার আসন। অপর কক্ষে থাকবে প্রাইভেটকার।

যাত্রীরা ট্রেনে ওঠার পরপর সেটি স্বয়ংক্রিয় উপায়ে বিমানের সঙ্গে যুক্ত হবে। যাত্রীর নিজস্ব গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য রেললাইন ধরে ছুটবে এ বিমান ট্রেন। আক্কার প্রধান নির্বাহী কর্মকর্তা মওরিস রিসসি বলেছেন, বিমানবন্দরে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে সবার চোখের রেটিনা স্ক্যান করা হবে। নিউজটি প্রকাশিত হয়েছে মেট্রো নিউজে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর