thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ফের ইন্দোনেশিয়ার লম্বকে ৬.৩ মাত্রার ভূমিকম্প

২০১৮ আগস্ট ১৯ ১২:৪৩:৩০
ফের ইন্দোনেশিয়ার লম্বকে ৬.৩ মাত্রার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : ফের ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

রবিবার (১৯ আগস্ট) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ দশমিক ৯ কিলোমিটার।

এর আগে গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লম্বকে। দুবারের ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়েছিল।

নয়নাভিরাম সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য লম্বক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

দুই বছর আগেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের উপকূলে ৯ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এতে প্রলয়ঙ্করী সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের কয়েকটি দেশে প্রায় দুই লাখ ২০ হাজার লোক নিহত হন।

এর মধ্যে ইন্দোনেশিয়াতেই প্রাণ হারান এক লাখ ৬৮ হাজার মানুষ।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর