thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

কমলাপুরে ট্রেনে শিডিউল বিপর্যয়

২০১৮ আগস্ট ২০ ১৬:২৮:৪০
কমলাপুরে ট্রেনে শিডিউল বিপর্যয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র ঈদ উল আজহার আগে শেষ কর্মদিবসে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ৩০টি ট্রেনের ছয়টি শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে। তাই সময় যত গড়াচ্ছে, ভোগান্তিও তত বাড়ছে ঘরমুখো মানুষের।

সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই রেলস্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউল সম্পর্কে জানতে চাইলে এসব তথ্য জানান রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী।

তিনি জানান, দুপুর দুইটা পর্যন্ত মোট ৩০টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ছয়টি শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় পরিবর্তে নয়টা ১৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটের পরিবর্তে আটটা ১৫ মিনিট, নীলসাগর এক্সপ্রেস আটটার পরিবর্তে ১১টা ৫০ মিনিট, রংপুর এক্সপ্রেস নয়টার পরিবর্তে একটা, লালমনি ঈদ স্পেশাল নয়টা ১৫ মিনিটের পরিবর্তে দেড়টা এবং চট্টলা এক্সপ্রেস একটার পরিবর্তে একটা ৩৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

স্টেশন ম্যানেজার বলেন, যাত্রীর চাপ থাকায় শিডিউল বিপর্যয় হচ্ছে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেন ছাড়তে অতিরিক্ত সময় লাগছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর