thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাড়িতে বন্দী অবস্থায় থাকার অভিযোগ মওদুদের

২০১৮ আগস্ট ২১ ১৬:৩২:৪৭
বাড়িতে বন্দী অবস্থায় থাকার অভিযোগ মওদুদের

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তাঁর নির্বাচনী এলাকায় পীর ও দলীয় নেতাদের কবর জিয়ারতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ছনখোলার দরবেশের মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ।

তিনি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, মওদুদ আহমদকে কবর জিয়ারতে বাধা দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা সঙ্গে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীদের মারধর করে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল রাশেদ, যুবদলের সহসাধারণ সম্পাদক নূর আলম চৌধুরী ও ছাত্রদল কর্মী হাফিজ উদ্দিন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বেলা একটার দিকে মুঠোফোনে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ১৬ আগস্ট থেকে তিনি নিজ বাড়িতে কার্যত বন্দী অবস্থায় রয়েছেন। দিনভর বাড়ির সামনে-পেছনে পুলিশ পাহারা থাকে, যাতে তিনি বাড়ির বাইরে বের হতে না পারেন। মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ আসার আগেই তিনি দলীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে গিয়ে গত কয়েক মাসে মৃত্যুবরণকারী দলের কয়েকজন নেতার এবং পীর-বুজুর্গের কবর জিয়ারত করেন।

বিএনপি নেতা মওদুদ অভিযোগ করেন, বেলা সোয়া ১১টার দিকে তিনি নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার নরোত্তমপুরে যান ‘ছনখোলার দরবেশ হুজুর’ এবং উপজেলা বিএনপির সাবেক নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম নিজাম উদ্দিনের কবর জিয়ারত করতে। তিনি সেখানে গিয়ে গাড়ি থেকে নামার পরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু লোক সেখানে এসে হট্টগোল শুরু করে এবং তাঁকে গালমন্দ করে কবর জিয়ারতে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে তিনি কবর জিয়ারত শেষ করে ওই স্থান ত্যাগ করে কোম্পানীগঞ্জে ফিরে যান।

মওদুদ বলেন, যে দলের লোকজন মাজার জিয়ারত করতে গেলে বাধা দেয়, সেই দল কীভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করবে, তা বোধগম্য নয়। তারা যদি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়, তাহলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতা মওদুদ আহমদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘মওদুদ সাহেব বরাবরই মিথ্যা কথা বলেন। ছনখোলার দরবেশের মাজার এলাকায় কোনো ঘটনাই ঘটেনি। এসব মিথ্যা কথা বলে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মুঠোফোনে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান বলেন, ছনখোলার দরবেশের মাজারের পাশ দিয়ে ২১ আগস্টের কর্মসূচিতে উপজেলা সদরে আসার সময় ছাত্রলীগ কর্মীদের ওপর বিএনপির লোকজন হামলা করেছে। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিএনপি নেতা মওদুদের কবর জিয়ারতে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর