thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বরগুনা ২ বাসচাপায় হেলপার নিহত

২০১৮ আগস্ট ২২ ১১:৩৪:২২
বরগুনা ২ বাসচাপায় হেলপার নিহত

বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌরসভায় দুই বাসের চাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২২ আগস্ট) সকাল নয়টার দিকে বরগুনা-বরিশাল মহাসড়কের টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সাইফুল। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধাল মোড় গ্রামে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দা রনি নামের এক ব্যক্তি হানিফ পরিবহনের একটি চলন্ত বাসের চাবি জোর করে নিতে গেলে বাসটি সামনের দিকে এগিয়ে যায়। এসময় রাস্তার ওপরে পার্কিং করা ইসলাম পরিবহনের হেলপার সাইফুল বাস থেকে নামতে গিয়ে দুই বাসের চাপায় পরে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, যেহেতু বাসের চালক গাড়ি চালাচ্ছিল, সেখানে দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী চালকই। দুর্ঘটনায় হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর