thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

২০১৮ আগস্ট ২৬ ১০:৪০:০১
পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় পুলিশের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৫৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সরদার বলে দাবি পুলিশের।

শনিবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার পত্তাশী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।

ইন্দুরকানিথানা পুলিশের ওসি শেখ নাসিরউদ্দিন বলেন, শুক্রবার রাতে খুলনা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে গ্রেফতার করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। তার দেয়া তথ্যানুযায়ী শনিবার রাত আড়াইটার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন মোড়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালায় ডিবি পুলিশ। তখন ডাকার সরদার জাকির পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ১টি দেশি দাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর