thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয়

২০১৮ আগস্ট ২৬ ১৮:২১:৪১
এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয়

দ্য রিপোর্ট ডেস্ক: এশিয়ান গেমসের হকিতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় মালয়েশিয়ার বিপক্ষে।

রবিবার থাইল্যান্ডকে হারালেও বাংলাদেশের তুলনায় হকিতে তারা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ছিল।

গ্রুপ পর্বের খেলায় আগের ম্যাচগুলোতে মালয়েশিয়ার বিপক্ষে ১০-০ গোলে, পাকিস্তানের কাছেও সমান ব্যবধানে হেরেছে তারা। এরপর তৃতীয় ম্যাচে ওমানের কাছে ২-০ গোলে হারে থাইল্যান্ড।

এই ম্যাচে থাইদের বিপক্ষে প্রথম ও দ্বিতীয়ার্ধে কোনও গোল পায়নি বাংলাদেশ। তবে তৃতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আশরাফুলের গোলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের ৬ মিনিট পর আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল।

৪৭ মিনিটের মাথায় বোরিরাকের গোলে ব্যবধান কমায় থাইল্যান্ড। তার কিছুক্ষণ পর ৫৫ মিনিটের মাথায় মোহাম্মদ মিলনের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় জিমি-চয়নরা।

২৮ আগস্ট গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর