thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ডেমরায় অজ্ঞান পার্টির হানা, বৃদ্ধ দম্পতির মৃত্যু

২০১৮ আগস্ট ২৬ ২১:২৯:২৯
ডেমরায় অজ্ঞান পার্টির হানা, বৃদ্ধ দম্পতির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ডেমরার সারুলিয়ায় একটি বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ভাড়াটিয়া বেশে ঢুকে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

অচেতন ওই দম্পতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের নাম আব্দুস ছাত্তার (৭৫) ও সাহেরা বেগম (৬০)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখছি।’

নিহত দম্পতির ছেলে আমিনুল ইসলাম জানান, রাজধানীর ডেমরা এলাকার পূর্ব বক্সনগর এলাকায় তাদের বাসা। ঈদ উদযাপন করতে তার স্ত্রী-সন্তান ব্রাহ্মণবাড়ীয়ায় যায়। এসময় তার সঙ্গে ডেমরার বাসায় মা-বাবা ছিলেন। শনিবার (২৫ আগস্ট) কয়েকজন নারী বাসা ভাড়ার নেওয়ার কথা বলে ভেতরে ঢোকে। তাদের একজন স্বামীকে নিয়ে বাসায় থাকার কথা বলে চলে যায়।

প্রতিবেশীদের বরাদ দিয়ে তিনি আরও বলেন, ‘রবিবার সকালে আমি কর্মস্থলে চলে যাই। সকালে ওই নারীরা আবার বাসায় আসে। তারা আমার বাবা-মাকে মাথায় মেহেদি দিয়ে দেয়। বেশকিছু সময় পর তারা চলে গেলে প্রতিবেশীরা বাসায় ঢুকে বাবা-মাকে অচেতন অবস্থায় পেয়ে আমাকে জানায়। আমি বাসায় এসে দেখি বাবা-মা দুজন দুই রুমে অচেতন হয়ে পড়ে আছে। ঘরের মালামাল সব এলোমেলো। পরে আমি দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি।’

ঢাকা মেডিকেল সূত্র জানায়, দুপুরের দিকে ডেমরা এলাকা থেকে অচেতন অবস্থায় বৃদ্ধ ওই দম্পতিকে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার সাহেরা বেগম মারা যান। আর রাত পৌনে ৮টার দিকে মারা যান আব্দুস ছাত্তার। নিহত এই দম্পতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে।

পুলিশের যাত্রাবাড়ী জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। আরেকটি টিম ঢাকা মেডিকেল গেছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। প্রকৃত ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এদিকে নিহত দম্পতির ছেলে আমিনুল ইসলাম অচেতন বাবা-মাকে নিয়ে হাসপাতালে থাকায় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের বাসা থেকে কী কী নিয়ে গেছে তা জানা যায়নি। বাসায় না গেলে খোয়া যাওয়া মালামাল সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর