thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

লিভারপুলের ট্রাম্প কার্ড সালাহ

২০১৮ আগস্ট ২৭ ১১:২৬:৫৫
লিভারপুলের ট্রাম্প কার্ড সালাহ

দ্য রিপোর্ট ডেস্ক : গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন মোহামেদ সালাহ। সব মিলিয়ে একাই করেছিলেন ৪৪ গোল। তার আগুন ঝরানো পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে হয়েছিল চতুর্থ।

কিন্তু এবার লিগের শুরুটা দুর্দান্ত হয়েছে অলরেডদের। টানা তিন ম্যাচ জিতে রয়েছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। গত পাঁচ বছরে প্রিমিয়ার লিগে এটিই লিভারপুলের সেরা শুরু। এর নেপথ্য কারিগর সালাহ।

ইতিমধ্যে লিভারপুলকে ইংলিশ লিগ শিরোপার দাবিদার ভাবতে শুরু করেছেন অনেকে। এ জন্য ট্রাম্প কার্ড মানছেন সালাহকে। নতুন মৌসুমটাও স্বপ্নের মতো শুরু করেছেন তিনি। তার হাত ধরে মসৃণ গতিতে এগিয়ে চলেছে দ্য রেডরা।

সালাহ তিন ম্যাচে করেছেন ২ গোল, বানিয়ে দিয়েছেন আরও দুটি। সবশেষ ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন তিনিই। মিসরীয় রাজার দুর্ধর্ষ ফর্মই স্বপ্ন দেখাচ্ছে লিভারপুল সমর্থকদের। তারা বলছেন, ফের ৪৪ গোল করবেন হালের গোলমেশিন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর