thereport24.com
ঢাকা, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮, ৪ অগ্রহায়ণ ১৪২৫,  ১০ রবিউল আউয়াল ১৪৪০

টম হ্যাংকস হবেন আমির খান

২০১৮ আগস্ট ২৭ ১৩:৩৯:০৫
টম হ্যাংকস হবেন আমির খান

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউডের সিনেমার খোঁজ খবর রাখেন আর ‘ফরেস্ট গাম্প’ সিনেমার নাম শোনেননি এমন দর্শক পাওয়া মুশকিল। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া প্যারামাউন্ট পিকচার্স পাবলিকেশনের বিখ্যাত এই ছবি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

শুধু এই ছবির হাত ধরেই প্রথমবার একাডেমী অ্যাওয়ার্ড অস্কারের দেখা পেয়েছিলেন হলিউড অভিনেতা টম হ্যাংকস।

সম্প্রতি আলোচিত এই ছবির কপিরাইট কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিষট খ্যাত তারকা আমির খান। জানা গেছে ছবিটি হিন্দিতে নির্মাণ করবে তার প্রযোজনা সংস্থা আমির প্রোডাকশন। আর ছবিটির হিন্দি সংস্করণে টম হ্যাংকসের ভূমিকায় অভিনয় করবেন আমির নিজেই। সেজন্য ইতোমধ্যেই নিজের ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন এই বলিউড সুপারস্টার।

আমির খান বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘থাগস অব হিন্দুস্থান’র শুটিং নিয়ে। শেষের পথে রয়েছে ছবিটির কাজ। আর তারপরেই ‘ফরেস্ট গাম্প’র জন্য কাজ শুরু করবেন আমির খান।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর