thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

কোটা সংস্কার আন্দোলনের নেত্রীর জামিন 

২০১৮ আগস্ট ২৭ ১৮:৩২:৪৪
কোটা সংস্কার আন্দোলনের নেত্রীর জামিন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকার জামিন পেয়েছেন।

ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ সোমবার বিকেলে শুনানি শেষে লুৎফুন্নাহারের জামিন মুঞ্জুর করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় রবিবার শুনানি হয়নি। ফলে সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছিলেন। বিকেলে শুনানি শেষে তাঁকে জামিন দেন আদালত। তাঁর জামিনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাই জামিন পেলেন।

এ দিকে রবিবার কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার ও নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর