thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আরও পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে

২০১৮ আগস্ট ২৭ ১৯:১৪:৩৪
আরও পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদনও দিয়ে দিয়েছেন। এখন আনুষ্ঠানিকতা হিসেবে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়।

সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়ে সারসংক্ষেপটি আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে।

যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করার সরকারের সিদ্ধান্তের আলোকেই এ কলেজগুলোকে সরকারি করা হলো।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর