thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬,  ১৯ জিলকদ  ১৪৪০

'মাশরাফি ভাই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস দিয়েছেন’

২০১৮ আগস্ট ২৭ ২৩:৫৮:৩৮
'মাশরাফি ভাই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস দিয়েছেন’

দ্য রিপোর্ট ডেস্ক : ছয় দলের এশিয়া কাপের প্রাথমিক পর্ব এবার হবে দুই গ্রুপে। সেখানে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের স্বপ্নের সীমানা অনেক বড়। দুবার শিরোপার কাছে গিয়েও জিততে না পারার হতাশা এবার কাটাতে চায় বাংলাদেশ। প্রস্তুতির প্রথম দিনে ড্রেসিং রুমে বৈঠকে অধিনায়ক মাশরাফি মর্তুজা এমন বার্তায় দিয়েছেন বলে জানান পেসার আবু জায়েদ রাহি।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ সামনে রেখে সোমবার অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনে হয়েছে ফিটনেস স্ক্রিনিং ও ফিল্ডিং অনুশীলন।

ফিটনেস পরীক্ষার ড্রেসিং রুমে সবাইকে নিয়ে বৈঠক করেছেন অধিনায়ক মাশরাফি। সেখানে কি আলাপ হলো জানিয়েছেন জায়েদ, ‘যদি পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফি ভাই বলেছে, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি না। ’

এবার ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয় জায়েদের। ছিলেন সব ফরম্যাটের দলেই। টেস্টে নাজেহাল বাংলাদেশ ঘুরে দাঁড়ায় ওয়ানডেতে। সেই ঘুরে দাঁড়ানোতেও ভূমিকা ছিল মাশরাফির, কাছ থেকে সব দেখে এশিয়া কাপ নিয়ে আশাবাদী হচ্ছেন জায়েদ, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, 'তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি'। আর আমরা সেটা পেরেছি।’

এশিয়া কাপে বাংলাদেশের পেসারদের জন্যও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় উৎরাতে নিজেদের সামর্থ্য বুঝে প্রস্তুতি নেওয়ার কথা জানান জায়েদ, ‘আমাদের কারো বলেই তেমন একটা পেস নেই। তবে মাথা খাটায় বোলিং করার সামর্থ্য আমাদের আছে। মাশরাফি ভাই আমাদের এই আত্মবিশ্বাসটাই দেন, যেন আমরা মাথা খাটায় বোলিং করতে পারি। এই আত্মবিশ্বাস আমাদের আছে, আর এটা নিয়েই আমরা এশিয়া কাপে যাচ্ছি। ’
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর