thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯, ৯ বৈশাখ ১৪২৬,  ১৮ শাবান ১৪৪০

মরিশাসে স্বামীর সঙ্গে জন্মদিন উদযাপন নেহার

২০১৮ আগস্ট ২৮ ১৩:২৯:৩০
মরিশাসে স্বামীর সঙ্গে জন্মদিন উদযাপন নেহার

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড তারকা ও প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া চুপচাপ বিয়ে করে ফেলেন। সাবেক ক্রিকেট তারকা বিষেণ সিংহ বেদির ছেলে, মডেল ও অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে সারেন নেহা।

সম্প্রতি জানা গেছে, নেহা অন্তঃসত্ত্বা। এছাড়া অঙ্গদ বেদির ইনস্টাগ্রামের আরও একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখান থেকেই জানা যায়, ২৭ আগস্ট নেহার জন্মদিন।

এ যুগল বর্তমানে রয়েছেন মরিশাসে। সেখানেই জন্মদিন উদযাপন করেন তারা। মরিশাসের সাগর পাড়ে নেহা-অঙ্গদের একটি চুম্বনরত ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনটিও বেশ রোম্যান্টিক। অঙ্গদ লিখেছেন ‘হ্যাপি বার্থডে মাই ওয়ার্ল্ড, মিসেস ধুপিয়া বেদি’।

স্বামীর জন্মদিনের শুভেচ্ছার প্রত্যুত্তরে নেহা তাকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, এই জন্মদিন তাদের বিয়ের পরে প্রথম হলেও ভবিষ্যতে আরও আসবে।

এর আগে নিজের মা হতে চলার খবর প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদের সঙ্গে তার বেবি বাম্পের ছবি পোস্ট করে নেহা ক্যাপশনে লিখেছেন, ‘এটা একটা নতুন শুরু’। অন্যদিকে অঙ্গদ তার সোশ্যাল সাইটে লিখেছেন, ‘গুজব হলো সত্যি’।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর